আমি কবি, কলম যোদ্ধা
কিছু এলোমেলো শব্দ লিখে
খেতাব পেয়েছি কবির!
হাস্যকর , আসলে আমি কিছুই নই
মাত্র একটা শূন্য ,
যদি কবি হতাম
তাহলে হতাম রবীন্দ্রনাথ নজরুল
যাদের লেখনিতে উঠেছিল ঝড়
এসেছিল বিপ্লব .........,
আর আমি, শুধুই কবির নামের কলঙ্ক,
যদি কবি হতাম আনতাম পরিবর্তন ,
সামাজিকতা জেগে উঠতো মানুষের মনে
জেগে উঠতো বিপ্লব , জেগে উঠতো ভালোবাসা ,
মানুষের প্রতি মানুষের ভালোবাসা ,
মুখ থুবড়ে পরতো না আদর্শ,
এ যন্ত্রণা মাঝে ফ্যাকাসে লাগে
আমার কবিতা গুলো,
ব্যর্থ , ব্যর্থ জীবন, ব্যর্থ কাব্য রচনা
কবি নই আমি,নই কলম যোদ্ধা
ক্ষমা কর কবিগণ
আমি ত্যাগিলাম এই খেতাব॥