বারবার প্রেমকে উন্মুক্ত করেছেন কবিরা
তাদের কবিতায় ,তাদের কাব্যরসে,
আমি করেছি তোমাতে।
কৃষ্ণের প্রেমে বিরহ রাধা
যে ভাবে সৃষ্টি করেছে বৈষ্ণব পদাবলি,
আমি সৃষ্টি করেছি তোমাকে
আমার হৃদয় বিরহের সঙ্গী করে,
কালরাত্রির নিয়মকে দূরে ঠেলে
মিশে গেছি তোমাতে,
তোমার ভালোবাসার বিষ
ধারণ করেছি আমার কন্ঠে
হয়েছি নীলকন্ঠ,
হয়েছি অর্দ্ধনারীশ্বর,
করেছি উন্মুক্ত নিজেকে
হয়েছি তোমার কন্ঠের
কন্ঠিমালা,.......
বনবাসী রামের প্রেয়সী
সীতা, তোমারই তো সৃষ্টি ।
সমস্ত পিন্জ্ঞর ভেঙে
উন্মুক্ত হয়েছি তোমার আকাশে
যেন বিহঙ্গ........
কখনো সাবলীল ,কখনো উদ্দামী
কখনো ফুলের সুবাসে
উন্মুক্ত করেছি নিজেকে ,
উন্মুক্ত করেছি তোমাকে।
প্রেম সেতো নয় শুধু কবিতায় উন্মুক্ত
সে তো আমারও
যাহাতে উন্মুক্ত হয়েছি
দুজনে দুজনের কাছে............॥