স্যাঁতস্যাঁতে ঘরে আবদ্ধ
দুটি প্রাণ, আবদ্ধ কংকৃটের দেওয়ালে
দশ বাইদশের ভালোবাসা ,
তবু স্বপ্ন , নিবিড় আলিঙ্গন
আষ্টেপিষ্টে বেঁধে রেখেছে তাদের,
দুবেলার খোরাক জোটেনা,
তবু তারা সুখী , সুখী আর পাঁচটা
বিত্তবান মানুষের মত।
রাতে চাঁদের আলোয়
তাদের নিত্য মধুচন্দ্রিমা,
তারা শিখেছে বাঁচতে
তারা শিখেছে জীবনকে জয় করতে
অভাব ছুঁতে পারেনি
তাদের ভালোবাসার রাজপ্রাসাদকে,
তারা গড়েছে অন্য এক ইতিহাস
দশ বাই দশ তাই এখনো দাঁড়িয়ে আছে
পৃথিবীর বিস্তীর্ণ এলাকায় ॥