বিষাক্ত জীবনদর্শনের জালে
জরিয়ে ফেলেছি নিজেকে
স্বপ্ন এনেছে তীক্তত্বা,
ভালোবাসা দিয়েছে তীব্র যন্ত্রণা ,
প্রতিটা সময় হয়েছে রক্তবর্ণ ।
ঘিরেছি একাকীত্বে
খুঁজেছি মুক্তির পথ
হয়েছি শুধুই প্রতারিত।
ভেবেছিলাম স্পর্শ করব চাঁদটাকে
অলিক স্বপ্ন রয়ে গেছে
অন্ধকার পথে,
ভেবেছিলাম হাঁটবো ফুলের পরে
কাঁটায় রাঙা হয়েছে পা,
চেয়েছিলাম শান্তির ঘুম
উপহারে পেয়েছি নির্ঘুম রাত।
ভেবেছিলাম ভালোবাসতে পেরেছি তোমায়
ভুল ভাঙলো আমার তখন
যখন তুমি একা ফেলে চলে গেলে আমায়।
চেয়েছিলাম মৃত্যু বারবার
দিয়েছ যন্ত্রণার জীবন,
হাস্যকর হয়েছে মোর জীবন
ভালোবাসা হারিয়েছে বারবার॥
দয়ার আগুনে পুড়েছি বারবার
দয়া করেছে সবাই আমায়,
কিছুদিন ফুলদানিতে রেখে
ফেলে দিয়েছে রাস্তায় আবার।
ভিখারীর মতো ভিক্ষা চেয়েছি
একটুকু ভালোবাসা
ভাগ্য করেছে নিরাশ আমায়
দিয়েছে ফিরিয়ে ঘৃণা,
আজ হতে তাই নিজেকে আমি
দিলাম বিসর্জন
তুমি ভালো থেকো ,
তুমি সুখে থেকো
বিষাক্ত হোক মোর জীবন॥