সত্তর বছর আগেকার
সেই বিষাক্ত মাসরুম
আজো বহন করছে তারা।
প্রিয়জন কে হারিয়ে
মারণ রোগের যনযন্ত্রণায়
প্রতিনিয়ত মরছে তারা।
জনসমুদ্রের হিরোসিমা
আজ শশ্মান,
প্রতিদিন যেখানে জন্ম নিচ্ছে
বিকলাঙ্গতা, সবুজ আজ
মরুভূমির বেস ধারণ করেছে।
মৃত্তিকা সাক্ষী হয়েছে
অকাল মৃত্যুর ।
তবু থামেনি বিজ্ঞান
একের পর এক মরণাস্ত্র
তৈরীতে বেপরোয়া
বোঝেনা মানুষের কান্না
বোঝেনা মারণ যন্ত্রণায়
বেঁচে থাকার লড়াই,
ক্ষুধার্ত আর অসহয়াতা
তিলতিল করে মিশেষে
তাদের রক্তে,
হিরোসিমা তুমি আজো
কত অসহায়
বেঁচে আছো মানুষের চোখের জলে............॥