ভেজা বসন খানি তার
আরশিতে শারীরি চিত্রপট,
কেশ বিন্যাস থেকে নেমে
আসছে জলবিন্দু,
সিক্ত ওষ্ঠ যেন
ভেজা গোলাপের পাঁপড়ি।
হৃদয়ে তার জলন্ত লাভা
চোখ যেন মায়াবিনী,
শরীরি ছন্দে সে উত্তাল
যেন স্রোতস্বিনী।
চলনে যেন বিষধর সর্প,
বচনে মুক্ত ঝরে তার,
মানবী , সে হয় তুমি
নয় বা আমি,
চিরকালের আকাঙ্ক্ষা ,
আকাঙ্ক্ষিত ভালোবাসা ..................॥