রক্তাক্ত বিপ্লব এনেছিল স্বাধীনতা
স্বাধীন ভারতবর্ষ, আজ পড়ে আছে
স্মৃতিটুকু, নেই শুধু স্বাধীনতা।
রক্ত তবুও ঝরে, রক্ত ঝরে
অসহায় মানুষের বেঁচে থাকার,
আন্দোলন এখনও হয়
অরাজকতার আন্দোলন ,
হিংসার আন্দোলন , মৃত্যুর মিছিলে
বিত্তশালী লোকের আন্দোলন ,
হায়! হতভাগ্য স্বাধীনতা
বাস্তবের পথে রোজ মরছে
একটু একটু করে, ক্ষুধার্ত মানুষ
বড়ই অসহায় অন্নের সন্ধানে।
তবু পালিত হচ্ছে স্বাধীনতা
আজ পেরিয়েছি উনসত্তর বছর,
উচ্চারিত হয়েছে "বন্দেমাতরম্"
উত্তলিত হয়েছে পতাকা,
হায়! হতভাগ্য স্বাধীনতা
অরাজকতা বারবার করেছে
যাকে ধর্ষণ...............।
বন্দেমাতরম্॥