চেয়েছিলাম ঐ আকাশের সব রঙটুকু
তাই মিলেছে বর্ণ হীন জীবন
অতৃপ্ত বাসনার অবকাশ ,
হয়তো অসম্ভব আজ।
প্রতিনিয়ত জীবন যুদ্ধের পরাজয়
ক্লান্ত করছে সম্পর্কের কাঠামোকে।
তবু কোনো উত্তর নেই জীবনের ,
চলছে, চলেই যাচ্ছে...........
ভেবেছিলাম একটু একটু করে গড়বো
স্বপ্নের তাজমহল, ফিকে হয়েছে সব
রাতের অন্ধকারে জন্ম নিচ্ছে
ছিন্নভিন্ন শরীরি অঙ্গীকার ॥