বিসর্জনের মূর্তিটা নিয়েছিলে যত্ন করে
একটু একটু করে গড়েছিলে জীবনী
রঙ ভরে ছিলে ভালোবাসার , হৃদয়কে
দিয়েছিলে পুনরায় সজীবতা, প্রতিষ্ঠা করেছিলে
প্রাণ, মাথায় তুলেছিলে জয়ের মুকুট।
অঙ্গে ভরিয়েছিলে অনুভূতি ,
পায়ে বেঁধে ছিলে দীর্ঘ পথ চলার অঙ্গীকার ।
হাতে দিয়েছিলে নতুনকে রচনা করার ভরসা ,
চোখে এঁকেছিলে স্বপ্নের কাজল,
শ্রেষ্ঠত্বের সিঁদুর পরিয়েছিলে সিঁথিতে
লজ্জা নিবারণে দিয়েছিলে তোমারই
শরীরি আচ্ছাদন, মুখে দিয়েছিলে
অন্তহীন হাসির কলকাকলি,
কন্ঠে দিয়েছিলে সঙ্গীত...............
তোমার সবটুকু দিয়ে সৃষ্টি করেছিলে আমাকে,
নারী, সম্পূর্ণ আমি আজও চাই
প্রতি জন্মেয় যেন প্রাণ প্রতিষ্ঠা পায় আমার,
তোমার হৃদয়ের স্পর্শে............॥