সম্পর্কের বাঁধনে বেঁধে আছো তুমি
দুটো আলাদা জীবন তবু একটা আকাশ
আচ্ছাদিত করেছে দুটো শরীরকে
যার মধ্যে রয়েছে একটি প্রাণ,
মনে হয় যেন পাঁজড়ে বাসা বেঁধেছে একঘেয়েমি,
সেই রোজকার কর্ম সেই তোকে না পাওয়ার যন্ত্রণা ,
সব কিছুই যেন বৃত্তাকার চক্রে আবদ্ধ..........
চলনা একদিন খেলি বেহিসাবী খেলা
সময়ের সব বাঁধন ছিঁড়ে, সম্পর্কের টানাপড়েন
থেকে অনেক দূরে......... দিবি একটু সময়
যে সময়টা আমার হয়েও হয়না,
আমার এই যন্ত্রণা গুলো সব একটু একটু করে
পচন ধরাবে শরীরে, খোসে পড়বে ইচ্ছা গুলো
চার দেওয়ালে আবদ্ধ হবে আমার কঙ্কাল
বুকের পাঁজড়ে তখনো জেগে থাকবে একঘেয়েমি...........॥