পারিনি হতে আমি তোর বিনোদিনী
তাই তো তোকে মহেন্দ্র বলতে পারিনা
মনে পড়ে চোখের বালি, রবির সৃষ্টি
সমাজের বিধবাদের অদৃষ্টি।
আজো তো এমন হয়, প্রেমের আগুনে
কলঙ্কিত হয় কত বিনোদিনী
তবু তো মনের কিনারায় "চোখের বালি"
আজো জেগে রয়............
রাতের সেই দৃশ্য পরে মনে
যখন স্ত্রী ঘুমিয়ে ছিলো ঘরে
মহেন্দ্র চুপিসারে এসে
ঢুকেছিলো বিনোদিনীর ঘরে।
পরনে তার ছিলো বেনারসী
কপালে ছিলো সিঁদুর রাঙা টিপ
আজ সে নতুন করে আবার
বাঁধবে ঘর মহেন্দ্র সাথে॥
রাতের আঁধার ভোলালো সবকিছু
প্রেমের আগুনে পুড়লো দুজনে
কর্তব্য ভুলে গিয়ে সব
পূরণ করলো বিনোদিনীর স্বাদ।
ভালোবাসা এমনি বুঝি হয়
ভালোবাসা মানেনা কোনো কিছু।
তাই তো আজও মনের গভীরে
ভালোবাসা চোখের বালি হয়॥