নীরবতায় তোমাকে খুঁজেছি অবিরত
মনের গভীরতায় হৃদয়ের স্পর্শে
বিরহের জাল বুনেছি অসীম।
একদিন অন্ধকার কাটিয়ে সূর্যের প্রথম
কিরণ হয়ে পা রাখলে আমার জীবনে,
মনে হয়েছিলো যেন স্বপ্ন দেখছি আমি!
স্বপ্নের ধোঁয়াশা কাটিয়ে অনুভব করেছিলাম
তোমাকে, অন্তরের পরিপূর্ণতায় সেই ছিলো
আমার প্রথম স্বীকারোক্তি, ভালোবাসি
বহু যুগ ধরে, এ যেন এক চেনা সুর
হয়তো বা আমার সঙ্গীতের মাধুর্য্য
অপরিসীম বন্ধন, আলিঙ্গনে বলেছিলেম
তোমায়, আজ থেকে তোমার হলাম আমি।
আবেশিত দৃষ্টিতে চেয়েছিলে তুমি
মনে হয়েছিল এ যেন এক অমৃত পান করছি আমি।
একটুকরো হাসিতে বুঝিয়েছিলে তুমি
জীবনের সব মুহুর্তের সঙ্গী হব আমি।
দখিনা বাতাসে , মুক্ত আকাশে, বৃষ্টির ধারায়
একাত্ম হয়েছিল দুটো মন, ওষ্ঠের প্রথম চুম্বনে
শিহরিত হয়েছিলো প্রাণের স্পন্দন ,
বলেছিলাম দুজনে..........
ভালোবাসি , হৃদয়ের সবটুকু দিয়ে॥