আজ সবকিছুই অবাঞ্ছিত আমার কাছে
ভালো লাগেনা স্বপ্নের মায়া জাল বুনতে
কি হবে হেরে যাওয়া জীবনের হিসাব
নিকাশ করে, সবই আজ অকেজ
তোর আমার পথের কিনারায় আজ
শুধুই মত্যুর হাতছানি, অবশেষের
নিদারুণ যন্ত্রণার কাল যাপন।
ভালোলাগা থেকে ভালোবাসা সবই
আজ ছিন্নপত্র, অপার্থিব.........
রোজকার এই এলোমেলো শব্দের
গঠনে ভালোলাগেনা মতামতের
তখমা, কি লাভ এসব করে
জীবনের প্রত্যেকটা মূহুর্তে হেরেছি
হেরে যাওয়ার নেশাটা রক্তের সঙ্গে
মিশে একাকার হয়ে গেছে।
আজ শুধু শরীরের অবশেষ পরে আছে
আগাছার মতো, মনে আছে শুধুই শূন্যতা।
োমার আমার তথাকথিত ভালোবাসা
এখন শুধুই গল্প, বা বলতে পার ইতিহাস ,
সময় আজ বড়ই ক্লান্ত, চলার গতি আজ
হারিয়ে গেছে অতল অন্ধকারে........
ফিরে দেখার ইচ্ছে টা আজ বড়ই
বিভ্রান্তকর, তোমার অপেক্ষার শেষ তারাটা
খসে পরেছে মাটিতে, তবু আজ অস্তিত্বহীন আমি
ছিন্নপত্র হয়ে বেঁচে আছি পৃথিবীর বুকে॥


মুক্তির সন্ধানে আজ আমার শেষ নিবেদন..............ভালো থেকো সবাই॥