তোমার আমার ভালোবাসা একই সরলরেখায়
বিপরীত মুখী , চৌম্বকের বিপরীত মেরুর টান
কখনো স্বমেরু প্রভাবে হারায় আকর্ষণ বল,
তবুও গতিশীল ,মাধ্যাকর্ষণের ন্যায় আসষ্টে পিষ্ঠে
জড়িয়ে থাকা দুটো নিরাকার শরীর, যেন ব্রহ্মদশায় লীন
অর্জুনের ন্যায় শরীরে কৃষ্ণ তব প্রাণ
দিক নির্দেশ করে জীবনের গতিশীল পথের
দিক নির্দেশ করে আমাদের ভালোবাসার ।
তোমার আমার ভালোবাসা দুটি সমান্তরাল
সরলরেখায় গতিশীল , একই সাথে অনন্তকাল
ধাবমান, তবু মিলনে বাজে বিরহ সুর.....
তোমার আমার ভালোবাসা মুক্ত আকাশে
বেড়ি পড়া পাখি,সামাজিকতার তীক্ষ্ণ নিশানা,
তোমার আমার ভালোবাসা সময় জালে আবদ্ধ
পদ্ম পাতার জল, তবুও স্হির ধ্যানরত শিব
তোমার আমার ভালোবাসা আমার স্বর্গ সুখের সিঁড়ি ,
যদিও স্বর্গ লাভ আজ গরল ঢেলেছে কন্ঠে
বিষের জ্বালায় জ্বলছে ভালোবাসা ,
তোমার আমার নিত্য ভালোবাসা
করবে একদিন সবকিছু জয়,
যদিও এ জয় স্বপ্ন সম........
তোমার আমার ভালোবাসার ঘর , বাঁধবো যখন
স্বপন জগতে ভাঙবে সে যে তাসের ঘরের ন্যায়,
যন্ত্রণাটা প্রকাশ হবে তখন, যখন অশ্রু ঝরবে
নয়ন থেকে, তবু আমি বলবো জোড় গলায়
তোমার আমার ভালোবাসার কথা
আমরা দুজন দুজনারই রব
যতই থাকি সরলরেখায় ধাবমান........॥