হিংসার প্রতিহিংসা এ নয়
তোমার পরিচয় , তুমি মানুষ
মনুষ্যত্বই তোমার আসল পরিচয় ।
আগামী দিন সবার আসে
ঘুঁটে পোড়ে আর গোবর হাসে,
সময়কে ঢালো সময়ে।
দেখবে তুমি একটু ভেবে
রাতের পরেয় দিন যে আসে
কালচক্রে আবদ্ধ সবাই,
বৃক্ষ তোমার ফলে পরিচয়
এই কথাটা প্রবাদে কয়
মর্মার্থ জানো নিশ্চয়ই ,
পুটি মাছের আত্মা নিয়ে
সমাজ সেবা করতে গিয়ে
মুখোশ টা যে বেড়িয়ে যাবে এবার,
তাই তো বলি থামো এবার
রঙ ছড়িয়ে ভালোবাসার
সময়কে কর তুমি জয়,
আমিও আছি সাথে তোমার
শত্রু নয় বন্ধু সবার
ব্যক্তি লড়াই ভোলো এক ক্ষনে।
তবেই তুমি মহান হবে
মানুষের হৃদয়ে রবে
এ কথা একটু ভেবেদেখ।
ফিরেছি আমি ফিরেছি আবার
ভালোবাসার টানে সবার
ভালোবাসার ওপরে কেউ নেই॥