শব্দগুলো আজ বড়ই বোঝা
লিখতে আর ভালো লাগেনা,
মুক্ত ধারায় আজ জীবন
বইছে, চায়ছে সবুজ আলিঙ্গন ,
হৃদয়ের বাঁধ ভাঙা জলে
ভেসেছি সূর্যের দেশে,
চারদিকের শ্যাওলা জমা
স্মৃতি গুলো আগাছার মত
পড়ে আছে মনের গভীরে,
চলনা দু পা এগিয়ে
সেই বেদুইনের মত
এপ্রান্ত থেকে ও প্রান্ত.....,,
বালির দেশে যদি দেখা
মেলে সবুজের, মরীচিকা
জীবনের অস্তিত্ব , তবু কি
পেরেছি থামতে, চলছি তো
রক্ত মাখা চরণে , শরীরে
রয়েছে যন্ত্রণার দগদগে আচর,
ঘুন ধরেছে অস্থি মজ্জায়,
তবু চল চলতে থাকো
বেদুইনের মত
এ জন্ম থেকে ও জন্মে
মুক্ত ধারায়, মুক্ত তুমি
মুক্ত তোমার দেহ........
এ জন্মের হিসেবটা
এ জন্মেই দিও॥