তোমার চোখের দৃষ্টিতে
এক জ্যামিতিক মধ্যস্হতা
কর্তব্য আর ভালোবাসার
মাঝে টানাপোড়েন, ভুল
ঠিকের হিসাব অন্তর আত্মা কে
প্রলোভন দেখায় বারংবার ,
দায়বদ্ধতা আঁকড়ে রয়েছে
শিকড়ে, তার মধ্যে প্রবাহমান
জীবন, কোথাও যেন তোমার
আমার মূল্যবোধ অন্যের ইচ্ছার
জালে আবদ্ধ, বাঁধন ছেঁড়া
আকাশ কুসুম স্বপ্ন দেখা
কাব্যের শব্দ শিল্প আজ।
কিছু শব্দ যদি সৃষ্টি করতে
পারতো , তাহলে বলতাম
আজ কর্তব্য আর ভালোবাসা
একই সরলরেখায় এঁকো,
তাহলে সম্পূর্ণ হবে
জীবনের রাসায়নিক গুরুত্ব ,
ভাবনা আজ যেন নীলনদের
তীরে গড়ে ওঠা সভ্যতার
ধ্বংসাবশেষ, জীবাশ্মে খোঁজা
ভালোবাসার সমাধি , যা
আজ চাপা পড়েছে কর্তব্যের
পদ পৃষ্ঠের নিচে, তবু এ জীবনের
মূল্যায়ন তোমার ভালোবাসার
অপেক্ষায় এখনও জীবিত ,
পৃথিবীর শেষ সীমানায়
আমার শেষ অপেক্ষার প্রদীপ
কর্তব্যের জীবনের মূল্য দেবে
সেদিন আমি মুক্ত করবো
কর্তব্য কে আমার ভালোবাসার
অন্তিম শয্যায়.............
পারবে তুমি আমাকে এভাবেই
আমরণ ভালোবাসতে॥