শব্দ ভান্ডারে শেষ আজ শব্দ
রক্ত স্ফুলিঙ্গে মধুরস তিক্ত
আজ, ভারসাম্য হারায় বারংবার ,
যদিও কবিতার নিরস ভাষা
মনকে আর জাগায় না, তবু
যেন নেশা, কলমের জীবনী,
ভাবছিলাম আত্ম জীবনের
কিছু নিত্য নৈতিক আবেশ
নিয়ে নতুন কিছু সৃষ্টি করার কথা
শরীরের শিরা গুলো শুকিয়ে আমসি
বোধকরি সবই উপহাস আজ।
আত্ম জীবনের কাহিনি কেমন
যেন খামখেয়ালিতে ভরা॥
অঙ্কটা আজ নিয়ন্ত্রণ হীন
ধূসর , একটা অসম্পূর্ণ প্রেম
অলিক জীবনের গোলোক ধাঁধা
হয়তো এটাই আমার জীবনী,
একটা অসম্পূর্ণ জীবনী
একটা শব্দহীন কাহিনী .......॥