সময় গুলো তার গতিবেগ হারায়নি
হারিয়েছে আমার মূল্যবোধ,
হারিয়েছে আকারণে কাউকে ভালোবাসার পশ্রয়
ক্লান্ত বিকেলের মেঘে ঢাকা তারা গুলোর
হারিয়ে যাওয়ার অবকাশ,
তুমি কি পারতে না , সময় গুলোকে গন্ডিতে
আবদ্ধ করতে?
ভীষণ ঝরের দ্বাররূদ্ধ করে দাঁড়াতে,
কেমন বে হিসাবি সময়,
ভেবেছিলাম সময়ের মাধ্যমে
তোমার হৃদয়ে নোঙর ফেলবো একদিন,
হঠাত্ করে ভেসে গেলাম
তোমাকে দেখার অবকাশ হলো না।
কোনো আজানা বালুচড়ে
আজ হয়তো আছি অজানা অতিথির বেসে,
পাড়বে তুমি ফিরিয়ে দিতে
সময়ে হারিয়ে যাওয়া আমার মূল্যবোধ কে?