সেই তো এসেছিলে
দিনের শেষে রাতের অন্ধকারে
এনেছিলে আমৃত্যু ভালোবাসা
বলেছিলে জীবনের মূল্যবোধের কথা,
গলায় দিয়েছিলে গানের পরশ,
রূপে এঁকেছিলে মাধুর্য্য, চোখে
এঁকেছিলে শ্বেত পদ্মের স্নিগ্ধতা
বাক্যে দিয়েছিলে অমৃত,
তবু একবারও বলনি ........
আমি তোমার, শুধু দিয়েছ
দিয়েছ উজাড় করে
শান্তি, ভালোবাসা , সাম্য
জ্ঞান , আত্ম অভিমানে ভরে।
শেষ ভোরে শুধু বলেছিলে
ভালো থেকো, ভালো রেখো
আমাকে, তোমার কাছেই
দিয়ে গেলাম আমার জীবনের
সবটুকু.....শান্তি, সাম্য, জ্ঞান ,
আত্ম অভিমান আর ভালোবাসা ॥