আমাকে চিনতে গিয়ে নিজেকে ভুলনা
কারণ আমি তোমার মধ্যেই জীবিত,
হয়তো বা অন্য রূপে অন্য নামে
তবুও পরিচয় আমার তুমি ,
তোমার অস্তিত্বের মধ্যে আমার
অস্তিত্ব , তোমার নিশ্বাসের স্পন্দন
আমার জীবিত থাকার প্রমাণ,
তবে কেন এত প্রশ্ন! একবার
যদি উকি দাও হৃদয় গহনে
অনুভব করবে আমাকে, বুঝবে
আমি কে! কি আমার পরিচয়
তোমার মননে চিত্রিত এক
প্রতিচ্ছবি তোমারই আর এক
রূপ, যার নাম ভালোবাসা .....
আকাশের সব রঙে যার
মূর্তি গড়েছ তুমি, যাকে বানিয়েছো
তোমার প্রেয়সি, আমি তো সেই
তোমার হৃদয় গহনের অচেনা
ভালোলাগা , তোমার শেষের
কবিতা তোমার ভালোবাসা ......॥