অনেকদিন পর তুমি এসেছিলে
ভালোবাসা , সন্ধ্যের হাল্কা আলোয়,
নিস্তব্ধতায় , মিষ্টি বকুল ফুলের গন্ধে
ভরে উঠেছিল আমার মন প্রাণ,
বাঁধন ছাড়া হয়েছিল আজ বদ্ধ ঘরের
পাখিটা, একমুঠো মুক্তি ছিলো তার
উপহার, এ যেন প্রথম প্রেম
এ যেন এক উন্মাদনা, অনেকদিন
পর উষ্ণতা ছুঁয়েছিলো ভালোবাসা কে।
গভীর থেকেও গভীর হয়েছিল বন্ধন
বুঝিয়েছিলে আরও একবার
ভালোবাসা কতটা আবদ্ধ দুটো মনে
দুটো শরীরে, এ যেন এক আত্মার
সাথে পরমাত্মার মিলন,
বিণের শব্দে নৃত্যরতা সর্প,
অগ্নিগর্ভে এক পশলা বৃষ্টি
বাতাসে প্রেমের নেশা
আরো একবার বললো কানে কানে
আমি আজও মূল্যবান , মূল্যবান আমি
তোমার হৃদয় গহনে, তোমার শরীর
থেকে ঝরে পড়া বিন্দু বিন্দু ঘর্মে
তোমার পিপাশিত ওষ্ঠে,
তোমার আলিঙ্গনে, সম্পূর্ণা তোমার প্রেমে॥