বহির্ভূত সৌন্দর্য নয়
অন্তর্গত সৌন্দর্যের প্রকাশ
বিলিয়ে দাও প্রাণের মাধ্যমে ,
মানব ধর্মের উর্দ্ধে নেই কোনো ধর্ম ।
যাকে তুমি ধর্ম বলো সে ব্যাভিচার
সে শুধুই আনতে পারে বিচ্ছেদ .......
পারেনা ভালোবাসতে, পারেনা মুক্ত বাতাসে
প্রাণ ভরে নিশ্বাস নিতে, আবদ্ধ হয় নিজ অহংকারে।
জাগ জাগো মানব জাতি, জাগো তুমি
অঙ্গীকার বদ্ধ করো নিজেকে ,
বলো এই বিশ্ব সংসার আমার তোমার
প্রেম বন্ধনে আবদ্ধ, আমার তোমার পরিচয়
আমাদের রক্তে আমাদের স্বাধীনতায়,
আমাদের শ্রেষ্ঠত্বে, আমরা যে প্রাণী
আমাদের পরিচয় আমাদের নিশ্বাস প্রশ্বাসে......,॥