সময় আর কাটে না
ক্লান্ত শরীর বহন করে
দূরত্বের ভার, অবিরত বিপরীত
মুখী অভিযান আবারও বুঝিয়ে দেয়
তোমার অনুভূতি কে
ভালোবাসি ! ভালোবাসি তোমার হৃদয়
স্পর্শে দীর্ঘ পথ চলার অঙ্গীকার কে
তোমার দৃষ্টিতে আমার প্রতিচ্ছবি দেখতে,
তোমার হাতের শীতল স্পর্শে হাস্যময়
সকালটাকে উপভোগ করতে,
সময়ের বন্ধনে আবদ্ধ ভালোবাসা
পরন্ত রোদের হাল্কা উষ্ণতা ছড়িয়ে
হৃদয়কে করছে আন্দোলিত
গতিময় জীবনে এনেছে স্তব্ধতা!
স্তব্ধতা কে অঙ্গীকার করে আরো একবার
সময় আসবে মুখোমুখি দাঁড়াবার
তখনও কি ফিরতে হবে শূন্য হাতে?
প্রশ্নটা রেখে গেলাম
উত্তরের অপেক্ষায় ............
ফিরছি আবহমান কালের ঠিকানায়।।