অবন্তিকা, আজও বসে আছো
নদী অববাহিকায়,
দীর্ঘ বছর একই অনুসন্ধানে,
নীল আকাশের মুক্ত পাখি গুলো
বড়ই আনন্দ দেয় তোমায়
দূরের আকাশটা পৃথিবীর শেষ
কিনারায় বিলুপ্ত হয়েছে,
এসবই একদিন উপন্যাসের
অংশ ছিলো তোমার কাছে
আজ উপভোগ করতে পার তুমি,
কর্তব্যের বাঁকে কত কি তো
হারিয়ে যায়, তবু তো তুমি
জাগিয়ে রাখতে পেরেছো তোমার
অনুভূতি গুলোকে, অবন্তিকা তুমি পেরেছো
তোমার সবকিছু বিলিয়ে দিতে
তোমার ইচ্ছা, তোমার চেতনা তোমার
অনুভূতি, তোমার ভালোবাসা!
তোমার অপূর্ণ স্বপ্ন গুলো নীল আকাশে
উন্মুক্ত করেছে একঝাঁক বিহঙ্গ....
তাদের মধ্যেই তো খুঁজে পাও
তোমার মুক্তি, অবন্তিকা তুমি কি
জানো তোমার ঐ চোখের গভীরতায়
এখনো জ্বলজ্বল করে শ্রেষ্ঠত্ব,
অবন্তিকা তুমি তো হাসতে ভোলোনি
কোনদিন , শত যন্ত্রণার মাঝেও
হাস্যময়ী অপরূপা নারী.......
তুমি তো অবন্তিকা , আমার অহংকার
আমার ছায়া, আমার শ্রেষ্ঠ চরিত্র
যুগযুগ ধরে যাকে বহন করেছি
আমার শরীরের আমার আত্মায়
এই ভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেও
তুমি দীর্ঘ থেকে দীর্ঘ পথ........
অসমাপ্ত আলোক রেখায়।।