একদিন নিরঝরার অস্তিত্ব ছিলে তুমি
আজ সে সম্পূর্ণ একা, নিজের অস্তিত্বের মাঝে
এটা কোনো কবিতা নয়, এক অভাগীর স্বপ্নভাঙা
শব্দ, যে মেয়েটার অস্তিত্বে এক সময় তুমি ছিলে
আজ সেখানে ঘুন ধরেছে অন্য ছায়ার,
বিশ্বাস করো আমি জানিনা কি ভাবে
আমি ভুল করলাম, তুমিই তো বলো কাউকে
একটু ভালো রাখতে যদি ভালোবাসতে হয়
কোনো অপরাধ হয় না
তবে কি আমি ভুল করেছি বলো তাকে ভালোবেসে?
আমি আর কোনোদিন নিজের অস্তিত্ব নিজের চাওয়া
পাওয়া নিয়ে ভাববো না, তোমার বিনিময়ে
নিজের ইচ্ছা আমি চাইনি কোনোদিন,
কিছুদিন দাও আমাকে যদি পারি ফিরবো
নতুবা সবকিছুই মিশিয়ে দেব  অন্ধকারে
নিরঝরার সব অস্তিত্ব .......... ভালো থেকো।।