যে নদী বহমান তাকে যে ফেরানো যায়না,
আগামীর পথে অন্তহীন ছুটে যাওয়া,
সঙ্গে করে কিছু মূল্যবান স্মৃতি, আর কিছু
হারিয়ে যাওয়া ভালোবাসা, কাঁদা মাখা
গায়ে কলঙ্ক খোঁজে, খোঁজে চাঁদের সৌন্দর্য
তারও যে কলঙ্ক আছে!
না বহমান নদী আর কাঁদে না, বলেনা ভালোবাস
সে যে কিনারা হীন, অস্হির !
মহাসমুদ্রের স্বপ্ন তার দুচোখে, তবু সে
খন্ডিত আজ মিলনের আগে, তাকে ভাগ
করেনিয়েছে ব-দ্বীপ পুরুষ, টুকরো টুকরো
দেহ, মন, মস্তিষ্ক , কলঙ্কিত নদী আজ আর
কারোর হৃদয় ভেজাতে পারেনা, পারে শুধু
যন্ত্রণা দিতে, অনন্তকালের যন্ত্রণা ।।