লিখতে বসেছি
সকালের বুকে দু এক ফোঁটা বৃষ্টি...
স্রোত নেই তবু
ঢেউ আছে হৃদয় অন্তরালে
না না জানা ফুলের গন্ধে
বোধহয় কোথাও ধুপ জ্বলছে...


জীবনের মাঝে আজ
কান্ডারী, ধুলো সরিয়ে
শব্দ গুলো ভাষা চাইছে!
আমি লিখছি
জীবনী!
এক কাঠের টুকরোতে ভাসমান
ভরা গাঙে
ঐ যে কে যায়
দিনের শেষে.......
আমি আসছিছিছি............ছি
শ্রাবণ তুমি এলে?
কয়েক ফোঁটা জলের
অপেক্ষায় আমি!
এক উপন্যাস যদি দিতে প্রাণে
বুকে আজ দগদগে যন্ত্রণা
রবি ঠাকুরের গানের
কলি , ইচ্ছে করছে
বৃষ্টি হতে......
দু এক ফোঁটা,
গল্পের  কবিতা নাকি কবিতার
গল্প......
লেখা শেষ নয় শুরু
চলছে চলবে অনন্তকাল
শুধু আমি থাকবো না
কোন এক শ্রাবণের বৃষ্টিতে..........