বৃষ্টি, রোজ আমার ডাকে
ভালোবেসে জীবনের মূল্য
দিতে ভিজিয়ে ছিলো যন্ত্রণা....
দিয়েছিলো প্রেম
সুর আর কল্পনা....
তুমি বিনা, রঙহীন সাদা কাগজে
এঁকে ছিলো বাস্তব!
তবু আবছা কাঁচে তোমার
শেষ পরিচয়ে...
আমি বেঁচে ছিলাম বহুদিন........
রঙিন হয়েছিলো রাত
শব্দের মধ্যেও খুঁজে ছিলাম
প্রেম, প্রেম আর প্রেম
তুমি কি প্রেমিক হতে পেরেছিলে?
না কি সেও ছিলো কল্পনা
কি ভীষণ কালবৈশাখী
এক নিমেষে ভেঙে ছিলো স্বপ্নের ঘর,
ঘর, আমি পেরেছিলাম ঘর বাঁধতে!
এ যে তাসের ঘর
তোমার দেওয়া যন্ত্রণা গুলো
ভালোবাসে আমাকে, আমার হৃদয় ছুঁয়ে
চিত্কার করে বলে তোমার মৃত্যু নেই
তোমাকে আরও ভালোবাসা নিতে হবে
তোমার দেওয়া যন্ত্রণা গুলো
আমাকে ভালোবাসে...
কি ভীষণ সে ভালোবাসা
মনে হয় তোমার স্পর্শে নববধূ আমি
আমার শরীর থেকে ঝরে পড়া রক্ত
হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরো
ভালোবাসে আমাকে........
ঠিক তোমার মতো
তুমি কি প্রেমিক হতে পেরেছিলে?
না কি বৃষ্টির ক্যানভাসে এঁকেছিলেম কল্পনা,
কল্পনা!
ভালোবাসার জলছবিতে
তুমি
তোমার শেষ পরিচয় আমাকে বাঁচিয়ে
রাখবে মৃত্যুর পরে.......!!