ধরিত্রীর সৌন্দর্য্যের আড়ালে
জন্ম নিয়েছিলে তুমি
আফ্রিকা.....
নিবিড় নিভৃতে ক্ষীণ আলোর দেশে
শিশুরা খেলেছিলো মায়ের কোলে
ক্ষুধার্ত দিন যাপনে
ছড়িয়ে ছিলো শান্তির জাদু
উড়িয়ে জীবনের নিশান
স্রষ্টার অসন্তোষে জন্ম
নেওয়া তুমি যখন মেতে উঠিছিলে
দূর্গম রহস্য ভেদে
তখনই বেড়িয়ে এসেছিলো
হিংস্রতা......
শ্বেত বস্ত্রে বেড়িয়ে ছিলো মৃত্যু
তোমার শরীরে নখের আঁচড়ে
লিখে দিয়েছিলো অপমানের ইতিহাস,
অসংখ্য হাতকড়িতে এনেছিলো বর্বরতা!
তবু দিগন্তে শেষে
রক্তাক্ত ধুলো মেখে তুমি
বাজিয়ে ছিলে বিজয় শঙ্খ....
স্রষ্টার সৃষ্টির মুগ্ধতায়
ক্ষমা করেছিলে উপেক্ষার
দৃষ্টিকে......
সেটাই ছিলো সভ্যতার নতুন বাণী
আফ্রিকা.....
তুমি , কালো ঘোমটার নীচেও
চিরন্তন সৌন্দর্য্য এনে দিয়েছিলে সভ্যতার নবজাগরণে!!



(কবি গুরুর "আফ্রিকা" কবিতার অনুপ্রেরণায় আমার আফ্রিকা কবিতা নিবেদিত.....হৃদয়ে রবি ঠাকুর তারই চরণে দিলাম আমার শ্রদ্ধান্জ্ঞলি)