অনেকদিন বাদে
আয়নায় নিজেকে দেখছে
নিরঝরা...
চোখের নীচে কালো দাগ
আজ চশমার ফ্রেমে ঢেকে গেছে....
সেদিনও তো দেখিছিলো নিজেকে
তার চোখে!
স্মৃতির পাতায়
এখনও কি মনে পড়ে?
জানলা বন্ধ হওয়ার আওয়াজে
চমকে ওঠে নিরঝরা,
বোধহয় ঝড় উঠেছে...
বাইরের ঝড়ের থেকেও
মনের ঝড় অনেক অনেক বেশী
ভেঙেছে তাকে,
আকাশ আজ চন্দ্রহারা
সে তো অনেকদিনই
দু এক ফোঁটা বৃষ্টির শব্দে!
নতুন করে
কে , কে যেন আসছে
বৃষ্টিটা আজ বেশ জোড়েই নেমেছে
বোধহয় সেও আজ
স্মৃতির সন্ধানে
আবারও পায়ের আওয়াজ
আবছা আলোতে
একটা মুখ!
খুব চেনা একটা গন্ধ
বুকের ভিতরটা কেমন যেন
অস্থির হয়ে উঠলো!
কে , কে আপনি ?
একটা ধীর কন্ঠস্বর আমি,
আমি ....
একি শুনছে নিরঝরা
ভুল ভুল ভুল, সব ভুল
বিদ্যুতের ঝলকানিতে
বোধহয় কাছে পিঠে কোথাও
বাজ পড়েছে
উজ্জ্বল আলোতে স্পষ্ট
দাঁড়িয়ে সে
ভালোবাসা!
কত প্রশ্ন কত উত্তর
হারিয়ে যাওয়া কত কথা
সব কি এখনও মনে পড়ে
মনে পড়ে তার!
ব্যাঙ আর ঝিঁঁ ঝিঁঁ পোকার ডাক
বৃষ্টিটা থেমে গেছে.
কোথায় গেলো
ওকে তো আর দেখতে পাচ্ছেনা
সারা ছাদটা কেমন যেন শান্ত!
তাহলে!
আজও নিরঝরা তার স্বপ্নের জগতে
তাই হয়তো
বৃষ্টির রাত গুলো
এখনো .........