সবই অবান্তর!
পাতার থেকে ঝরে পড়া জলের ফোঁটায়
নিজের রূপ
আনমনা বাতাসে
শব্দের ঘর
তোমার সাথে কেটে যাওয়া
মুহূর্ত গুলো
আজ হাওয়ার সাথে উড়ে গেছে
কলমে আর জোড় নেই
নেই প্রতিবাদ
হারানো সুর বুকের মধ্যে
জমাট বাঁধা রক্ত
আমি বোধহয়
একটু একটু করে !


তুমি এসেছিলে শ্রাবণের
হাত ধরে
শহরের প্রান্তরে
আমি সেদিন হয়েছিলাম বৃষ্টি
তুমি ভিজে ছিলে
প্রতিশ্রুতির আবহাওয়ায়


আজ শ্যাওলা জমেছে
খুব একটা প্রাণ নেই
জীবনের গানে
বাঁধন ছিঁড়ে দল ছুট
স্বপ্ন!
তুমি কি রামধনু দেখেছিলে??
আমি দেখেছিলাম মরীচিকা........