ফিরবে না জেনেও
পথ চেয়ে বসে থাকা
অবান্তর কিছু হারিয়া যাওয়া
সময় আর স্তব্ধ রাতে
নিয়ম করে ঘুম ভাঙা
কোথাও কিছু নেই জেনেও
ছুটে চলা সবই লিখেছি
একদিন....
ইতিহাস!
বসন্তে আর আসবেনা কোকিল
গরম চায়ের উষ্ণতায় তোমাকে
ছুঁয়ে দেখবে না মন.....
লাশ কাটা ঘরে
বনলতা আজ বরফে রয়েছে চাপা
একটা দীর্ঘ পথ
বৃষ্টি ভেজা সকাল
অথবা মুখোমুখি একটা সময়
ফিরে দেখার স্বাদ
আজ বিবর্ণ বনলতার সাদা
চাদরে মোরা শরীর!
তুমি এসেছিলে
কিন্তু সময় ছিলো না আর
হৃদয় তো কবেই মৃত
কাঠামো গোটা কয়েক আবছা স্মৃতি
তবু একদিন
দেখতে চেয়েছিলে বুক চিরে
আজ দেখছে ওরা
লাশকাটা ঘরে;
বনলতা! নিস্তব্ধ এখনও
কেউ কথা রাখেনি
কেউ না
শুধু পথ চেয়ে দীর্ঘ
কয়েক বছর
জমাট বেঁধেছে ভালোবাসা!!