কেউ বলে সোমালী
কেউ বা নিরঝরা
শ্রাবণ বলে ছিলো
ভালোবাসা!
তুমি, নামটা বদলে যায়নি
হৃদয় থেকে হৃদয়ে
বৃষ্টি হয়ে ঝরেছিলো
একটা ভেজা অবয়ব
চুলের ডগায়
একবিন্দু জলে
নাম ছিলো স্পর্শ..
চোখের গভীরে
মেঘে আঁকা কাজলে
জেগে ছিলো মৃগনয়না..
তুমি!
জীবন; প্রতিটি স্পন্দন
নাম বদলায়নি
হয়েছে জন্মান্তর
জন্মে থেকে আরেক জন্ম
তবু
নাম দিয়েছে শ্রাবণ
ভালোবাসা
আমি ছিলাম বাকরুদ্ধ
যখন ছুঁয়ে ছিলাম পৃথিবী
অনুভব করেছিলাম উষ্ণতা
তুমি!
নাম নয় বদলে ছিলাম
রূপ
তোমার সাথে মিশে
শ্রাবণ বলেছিলো আত্মা
আজও তাই
কেউ বলে সোমালী
কেউবা নিরঝরা
শ্রাবণ বলে ভালোবাসা
তোমার আত্মা.............