শহরের ব্যাস্ততার মাঝেও
একটা শ্রাবণ
শাখাহীন অবিরাম ঝরে পড়ছে
অনুভূতির সময় পেরিয়ে গেছে
বহুদিন;
আজ শুধু পেটের তাগিতে
কাক ভেজা সকালের ঘোর
কবিতা গুলো
নবীন প্রেমের ডাইরির
স্মৃতি;
এক পশলা বৃষ্টির আমেজ
আজ নুন ছাড়া রান্নার মতো
তবু নিয়ম করে এসেছে শ্রাবণ
জানলার পাশে
বৃষ্টির স্পর্শে
উড়ে যাওয়া পাতা গুলোর সাথে
আমিও ভেসেছিলাম
সমুদ্রের ঢেউ ছুঁয়ে ছিলো !
আমি লিখেছিলাম
বালির শরীরে আনকোরা ভালোবাসা;
প্রতিটি শ্রাবণ, পণ্য
আমার হৃদয়ের কাছে
তাই তো বৃষ্টি
আজও ঝরে অশ্রু ধারায়........