" আজি ঝর ঝর মুখরো বাদর দিনে
           জানি নে জানি নে
কিছুতে কেন যে মন রহেনা....."


           মন
দরজার ওপারে আমি আজ যুবতী
শ্রাবণ এসেছে আমার জীবনে
মুক্তি নিয়ে! আমার হৃদয়ে গোপনে
প্রবেশ করেছে প্রেম.......
তবে কি শ্রাবণের হাত ধরে
এলো বসন্তও!
অবকাশ নেই ; শুধু দু- এক ফোঁটা
স্পর্শ, সারা শরীর জুড়ে শান্তির
অনুভূতি জাগিয়ে তুলেছে ষোড়শীকে
হৃদয়ের ঝড় আজ মেঘের
থেকে ঝরে পড়া ভালোবাসাকে
ধরতে চায় আস্টে পিষ্টে
শীতল হৃদয়ে উষ্ণতার, আজ আমন্ত্রণ
সবুজ মনে রবি ঠাকুরের চির
প্রেম; নারী.....
অপরূপা বৃষ্টি! আজ যে বাঁধন ছাড়া
ভেজা মন ভেজা শরীর
কৃষ্ণচূড়া ঢেকেছে পথ
আমার পথ.......
শ্রাবণের সাথে আজ বসন্ত আমার
হৃদয়ে এনেছে প্রেম
দু হাত বারিয়ে আলিঙ্গন করেছি তোমাই
চেঁচিয়ে বলেছি ভালোবাসি
শ্রাবণ; তুমি ভীষণ সুন্দর
তুমি ঠিক আমার মতো
মেঘের থেকে ঝরে পড়া ভালোবাসা........



(আজ আমার 150 তম কবিতা এবং "শ্রাবণ প্রেমের " শেষ পর্ব.....
এবার  কদিনের ছুটিতে চলেছি; আমার প্রতিটি লেখা সবার হৃদয়ে থাকুক এই কামনা করি......অনেক ভালোবাসা পেয়েছি এই আসর থেকে.......আবারও দেখা হবে নিশ্চয়ই.....সবাই ভালো থাকবেন
সবার সুস্থতা কামনা করি)