দূরভাষ থেকেও দূরত্ব বহন করছি বহুকাল
হাতের মুঠোয় ভাগ্যের পরিহাস...
দিন বদলে চাহিদার মাপকাঠী
পেরিয়েছে সীমারেখা!
আজ খাঁচার পাখিটা বড়ই দূর্বল
ভালো করে উড়তে ভুলে গেছে
সময়ের নিয়মে;অভিনয়টা
জন্মের থেকেই রপ্ত
প্রকৃতির নিয়মে; নিয়ম করে কিছু স্বপ্ন
আবার নিয়ম করেই হৃদয় ভেঙে ভালো
থাকা; বড্ড গোলমেলে হিসাব
জীবনের হিসাব! মৃত্যুর পড়েও
বাকি থেকে যায় যোগ- বিয়োগ,
আজকাল তুমি বড়ই আনমনা
হয়তো কাজের প্রেসার:
বা বলতে পারি আমরা যান্ত্রিক
রং বদলে বদলে কেমন যেন
বেরঙা; সত্যিকি বসন্ত হারিয়ে গেছে?
জটিল হিসেব
সরল করে বললে আজ হয়তো
সময় থেমে যেত;
যেখানে চিরস্থায়ী তুমি, আমি
আমাদের ফেলে আসা স্মৃতি গুলোতে......
আজ বড় ইচ্ছে করে !!!