ভাবনাটা ছিলো ;কিন্তু প্রকাশ ছিলোনা
একরাশ বিরহের মাঝে
অঙ্কুরিত বিষ , স্লোপয়েজন করছে
বিবেক! একটু একটু করে সময়
টিক্ টিক্ ; বাঁচাও পরিবেশ;বাঁচাও
জীবন ,হাস্যকর চাওয়া পাওয়া;
রাস্তার মোড়ে ভিখারী গুলোর
দু-এক পয়সা ইনকাম
জীবন কিন্তু ভিক্ষা দেয় না
দেয় সহ্য ক্ষমতা......
পরিপূরক ; আয়নার সামনে প্রত্যেক দিন
বদলায় মুখ, বদলায় চরিত্র..
তবু মুখোমুখি হওয়ার মানবিকতা নেই
নেই কম্প্রোমাইজ , চাবুকের দাগ
দগ্ধ করে শরীর! কিন্তু বহুকালের
খুবলে খাওয়া পোকা এখন
বুকের ক্যান্সার, শ্যাওলা জমা সময়ে
ছিটে ফোঁটা অবকাশ
"যেন মেঘ না চাইতেই জল"
পুতুল খেলা জীবনের হাত
ধরে পেরিয়েছে সমুদ্র
বইয়ের ভাজে চেনা ভালোলাগার গন্ধে
ধুকেছে বিশ্বাস!
তবু একদিন ঘড়ির কাঁটায়
নামবে মুক্তি
দু-এক ফোঁটা গঙ্গা এনে দেবে
অবকাশ, দীর্ঘ অবকাশ....
আর সেই অবকাশে
চিনে নেব নিজেকে, জীবন!
একটা অসম্পূর্ণ অধ্যায়!!!