কবিতাটা তোমাকেই লিখছি
চিঠির থেকে অনেক বেশী বোঝা যায়....
সকাল আর বিকেলের মধ্য
একটা বদল; ভাবছি প্রেম করাটা
ছেড়ে দেব, কি বলো?
সেই তো একই অবস্থা এখনো
লাজুক আধমরা পালোয়ান;
না না ঝগড়া করছিনা প্রতিবাদ
করছি, তোমার মনে আছে
স্কুল কলেজের প্রতিবাদী দিন গুলো?
সবাইকে জোড় গলায় বলতাম
অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হতে
ভুল বলতাম; কত অন্যায় করেও
সবাই খুব ভালো আছে জানো!
আর আমি হারিয়ে গেছি
কেন জানো ; মিথ্যে লড়াই করে
আজ তাই চারিদিক ফাঁকা,
শূন্যতা ঘিরে আছে আমাকে
নিজের কথা না ভেবে
সুখ খুঁজেছি; নীল আকাশে
পৃথিবীর বুকে, মাটির ঘ্রাণে
সুখ খুঁজেছি সে সমস্ত ক্ষুধার্ত মানুষের
মুখে দেওয়া অন্নে;
তবু আজ শূন্যতা ঘিরে ধরেছে আমাকে
কবিতাটা তোমাকেই লিখছি
তুমি যে "বিবেক"
আমার আত্মজ; জানি বারবার
আঁকিবুকি কেটে যাওয়া জীবনে
হাজার প্রশ্ন, হাজার না মেলা উত্তর
অবিরাম ছুটছি ; তুমি জানো
কতটা ছুটে গেলে ভালো থাকা যায়!
কবিতাটা আমি তোমাকেই লিখছি
সময় হলে পড়ো নতুবা উড়িয়ে দিও
খোলা আকাশে........
মুক্তির টানে; বিবেক হয়ে বেঁচে থাকুক
সবার অন্তরে.........!!