আজ কবিদের জন্য দু-কলম
কিছুটা আমার সবটুকু তোমাদের
ঠিক বোঝা হলো না!
একটা মানুষের কতটা নিজের?
প্রশ্নটা জন্মের সাথে
মৃত্যু পর্যন্ত; একটা সকাল বা কিছুটা সময়
সেকেণ্ড! হয়তো তাও নয়
তবুও স্বপ্ন উঁকি দিচ্ছে ঘুমের হাত ধরে....
রোজ ভিন্ন ভালোলাগা আশা দিচ্ছে
একেবারে নিজের সময়
খুব কাছের; ঠিক ভালোবাসার মত
নিজেকে আয়নায় দেখেছো কোনোদিন?
তোমার চোখ দুটো কতটা গভীর!
তুমি কি চাও একবার প্রশ্ন করো
সারাদিনে একবার চোখ বন্ধ করে
অনুভব করো নিজেকে
এটাই তো তোমার একান্ত নিজের
তোমার জগত, তোমার সৌন্দর্য্য
তোমার অনুভূতি!
নিজেকে আবিষ্কার করে নাও
কিছু সেকেণ্ডের মধ্যে
তোমাদের সময় আজ থেকে
শুরু হলো; চলো একান্ত নিজের
হয়ে যায় ; ভালোবাসি নিজেকে.....!!