স্মৃতির জঞ্জাল থেকে
ফিরে পাওয়া পুরনো চিঠি
আধফালি চাঁদের আলোয়
আজও রং ছড়াচ্ছে মনে...


গন্ধটা নাকে আসতেই
রোমকূপএকটা তাজা
শিহরণ জেগে উঠলো


আজকাল লবন
খাওয়া একদম বাড়ন
ব্ল্যাড প্রেসার বেশ হাই
তবু একটা লবনাক্ত স্বাদ
জিভে জল আনে!


ঘুন ধরেছে চিঠির ভাজে
কত বেনামী ভালোবাসা
কত প্রতিশ্রুতি; জানলা
দিয়ে ছুঁয়ে দেখা বৃষ্টি
আজও বসন্তের খোঁজ দেয়


আমি আজ সত্তরের কাছাকাছি
তবু রবীন্দ্রনাথ; আজও বুকে
স্যাঁতস্যাতে ঘরে
জন্মেছে বট অশ্বত্থ গাছ
ওদের নিও আমি অনুভবি


তোমার পাঠানো চিঠি গুলো
পুরনো ট্রাঙ্কে জমাট স্মৃতির
ধুলোয় নিস্তেজ
আজ ওদের গঙ্গায় মুক্তি
ওরাও যে হাপিয়ে গেছে
আঁকড়ে আর ধরে থাকতে চায়না


আমিই শুধু পড়ে আছি
লোকে বলে জমও নাকি
আমার মুখ দেখতে চাইনা
আচ্ছা তুমিও কি
একই কথা ভাব?
হয়তো !
তবে আমি ভাবিনা
আমার ভাবনা গুলো আজও অবান্তর
আজও তোমার অনুভূতি
আমাকে অনুরোধ করে ভালোবাসতে
ভীষণ ভালোবাসতে........


আসবে একবার!
শেষ সজ্জায় আরো একবার
বাঁচিয়ে তুলতে আমাকে.......!!