ভাবছি আবার তোমার জন্যই লিখবো
কয়েকটা গোপন দুয়ার রাতের সব আঁধার
কাটিয়ে আলোর রসায়ন গড়বে;
আজকাল সব জায়গায়
তোমার আনাগোনা; বিকেলে বৃষ্টি এসেছিলো
তোমার চিঠি নিয়ে
মেঘ নাকি আমার জন্য তাকে
পাঠিয়ে ছিলো পৃথিবীর বুকে
সংবাদ পেলাম
তুমি ফিরছো; শেষ ঠিকানাই
এতো দিন এতো রাত
সহস্র যুগ পেরিয়ে ;
ঐ যে তোমার দেওয়া নীল শাড়িটা;
ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা,
ইস্ ! আজ যে বড় লজ্জা করছে,
আমার জমানো প্রশ্নের উত্তর
সব, সব তোমাকে দিতে হবে
আমি কিন্তু হেরে যাব না আজ......!


আচ্ছা তুমি কি সেই একই আছো
নাকি অজানা কোনো গন্ধ
ছুঁয়ে গেছে তোমাকে...
খুব ভয় হতো জানো
যখন একাকী পেরিয়ে যেতাম
বসন্ত গুলো, পথের ধুলোয়
খুঁজে দেখতাম তোমার নিশ্বাস
বুকের ভিতরটা দিনের শেষে
কোথায় মিলিয়ে যেতো;


না না আমার চোখ দিয়ে
আজ খুশী বইছে,
চোখের কাজলটাও তুমি আসবে বলে
আজ সুন্দর,
তুমি আসবে তো!
সেদিন যেরকম এসেছিলে
তবে আজ আমি
সাদা চাদরে মোড়া
নীল শাড়ীতে; তোমার হাতে করে
আনা শেষ মালাটা
আজ আমাকে জিতিয়ে দেবে;
অনেক অপেক্ষার পড়!!!
বিদায় ভালোবাসা....................