চলচ্চিত্র দেখে প্রেমে পড়া
কিছুটা নির্বাক ; শব্দ গুলো
হৃদয় থেকে হৃদয়ে অনুভূতি
জাগিয়ে ছিলো; দর্শকের ভূমিকায়
রঙিন স্বপ্নে বিভোর হয়েছিল মন
আমি নায়িকা; বাস্তবের যন্ত্রণায়
কিছুটা সুখের প্রলেপ
রঙ মেখে নায়কের হৃদয়ে
আমার সব খুঁজে পাওয়া


কাঁচ ভাঙার আওয়াজে
ভঙ্গুর স্বপ্ন
একমুঠো খিদে বুঝিয়ে দিলো
বাস্তব চলচ্চিত্র
আমি সাধারণ , সিনেমা পাড়ায়
ভবঘুরে ঠিকানাহীন একটা
শরীর, রোজ পরিবর্তন


একটা কাজ ....
বাড়ীতে বাস্তবিক পাঁচটা পেট
কোনো চলচ্চিত্র নয়
নির্বাক নয় দৃশ্য!
রাত্রি শেষে পর্দা ওঠে সত্যের
দু-চোখে শূন্য ভারার
দুটো চাল দেবে বাবু?
বিনিময়ে নিংড়ে নিও
শরীরের সবটুকু রক্ত.......


বাস্তব কারিগরে সৃষ্টির পরিহাস
আমি চলচ্চিত্র
নির্বাক শ্রোতার ভিড়ে........!!