রাত নেমেছে; সত্যের সন্ধানে পেরিয়েছি
আলোকবর্ষ , নবপল্লীর মেয়েদের কোনোদিন
বোধন হয়নি, চক্ষু দানের আগেই হিংস্র
নেকড়ের দল খুবলে খেয়েছে মাংস....
মুখে তাদের রক্তের স্বাদ!


চলেছি আরো দূরত্বহীন পথের সন্ধানে
যেখানে ভালোবাসা অমূল্য
যেখানে মেয়েরা প্রজাপতি.....
যেখানে ফুলের আড়ালে জমে নেই
মৃত্যু!
করাল মৃত্যু................


আমি জন্মের ঠিকানায়
তোমাকে পেয়েছি সুন্দর;
সুন্দর তুমি মাতৃ সুধা পানে
হে পৃথিবী , আমি তোমার
বুক চিড়ে দেখতে চাই জোনাকি
রাতের আকাশে দিনের অমৃত
চলো নারী থেকে শুরু করি নাড়ির টান.........


সময় ছুটছে, ছুটছি আমি
অবকাশ নেই ভেবে দেখার
গিরগিটিরা বদল করছে
পথ; আমরা নির্বাক
মশাল জ্বলছে দিগন্ত থেকে দিগন্তে
তবু কাটগড়ায় অন্ধ হয়েছে বিচার......


কলম, তোর স্বাদ নিংড়ে নিয়েছে
সুন্দরী গড়ান, বাঘ নয় কুমীর নয়
মানুষ দেখে যায় প্রাণ
তবু স্লোগান ......
বন্যেরা বনে সুন্দর
সুন্দর ! আমি বাকরুদ্ধ
নামছে রাত্রি আঁধার......


আরো একবার ভিন্ন সুরে,
প্রতিবাদ!
আমি প্রতিবাদী
কলম আমার হাতিয়ার.........!!