তোমাকে বুঝতে আমাকে কোনোদিন
সাগর পেরতে হয়নি; হৃদয়ের গভীরতায়
হাতরে দেখতে হয়নি ভাঙন,ভাবতে হয়নি
ভবিষ্যতের ছায়াছবি;


তবে!
কাঁচ ভেঙেছে ,হৃদয়ের খণ্ডিত টুকরো গুলো
আজ ভাবাচ্ছে তোমায়;
আমি কিন্তু একই রকম;


মৃত্যুটা বড়ই ভয় পায় আমাকে;
আর আমি,
নিজের হৃদয়ে  ভালোবেসে
বেঁধে রেখেছি ওকে!


তুমি বড়ই লাজুক
তোমার ইচ্ছে গুলো এখনও
কেমন আরোষ্ঠ;
আমি খোলামেলা; অনেকটা খেয়ালী বাতাস
মন ছুঁয়ে অনুভূতি জাগিয়ে
হারিয়ে যায় অসীমে:


আর যদি না বলি
না লিখি কিছু, জানবে
মৃত্যু আমাকে ভালোবেসে
জড়িয়ে ধরেছে; অনন্তকালের
চাওয়া পাওয়ার হিসেবে!
হিসেব....
একটা দীর্ঘ চাহিদা
ভালোবাসা যে হিসেব করে হয়না
হয় অজান্তে; ঠিক খেয়ালী
বাতাসের ছুঁয়ে যাওয়া প্রতিটি মুহূর্তে.....


তবু!
পথ পেরিয়ে ,
এবার বিদায় দিও
সময় শেষের পথে......
আর তুমি;
বড্ড বাস্তবাদী আজকাল
ভয় নেই,
ভালো থেকো সবসময়........