স্বাধীনতা!
মা; "আজ কি মা?"
"আজ স্বাধীনতা বাবা,"
অবাক দৃষ্টিতে চেয়ে আছে
আগামী......
স্বাধীনতা! "মা স্বাধীনতা কি"?


কিছুটা নির্বাক ;
স্বাধীনতা; রক্তের দাগ গুলো
আজও তাজা..
বন্দে মাতারম্
কত বিপ্লবী শহীদ হয়েছে আজ!


বিপ্লবী! তারা কোন দল?
দূর বোকা দল কেন হবে
তারা যে মায়ের সন্তান
ভারত মায়ের রত্ন গর্ভ হতে
জন্ম; আজও তাই হৃদয়ে.....


একের পর এক আন্দোলন
ইংরেজ ভারত ছাড়ো........
দু-শো বছর !
নিশ্বাসে ছিলো বারুদ, ছিলো আত্ম বিশ্বাস
ছিলো সাম্যবাদ
তাই তো স্বাধীনতা
আমার তোমার সকলের
স্বাধীনতা!


"বন্দে মাতারম্"..............


মা! স্কুলে যাব মা
আমিও পতাকা তুলবো
স্বাধীন ভারতের পতাকা
স্বপ্নের স্বাধীনতা
আগমীর সূর্যের হাত
ধরে চলবে দূর বহুদূর..................!!