আমি; কবিতা লিখিনা
কবিতা আমায় লেখে
হৃদয় থেকে নিঃসৃত
কিছু যন্ত্রণা, কিছু আবেগ
কিছু অভিমান হয়তো
নিংড়ে নেওয়া কিছু ভালোবাসা


আমার শব্দ গুলো বড়ই ক্লান্ত
নির্বাক , বন্দী জানলার বাইরে
আকাশ ছোঁয়া রোগে আক্রান্ত;
সে রোগ শিরার মধ্যে  ছড়িয়ে দিচ্ছে
মুক্তির চাহিদা;


আমি কবিতা লিখিনা
কবিতা আমায় লেখে
হৃদয়ের ঘরে তোমাকে পাওয়া
প্রথম অনুভূতি, স্পর্শ , তোমার
চোখের গভীরতায় আমার
আত্মসমর্পন, একটু একটু করে
ঝরে যাওয়া আমার ইচ্ছে গুলো


বিশ্বাস করো!
আমি কবিতা লিখিনা,
কবিতা আমায় লেখে
শরীর থেকে সবটুকু
নিংড়ে নিয়ে আমাকে ভাসিয়ে দেয়
আমার অস্তিত্ব, আমার চাওয়া পাওয়ার
হিসেব, আমার শেষ হয়ে যাওয়া রাত গুলো;


কতবার আর কতবার
বলবো তোমাদের
আমি কবিতা লিখি না
কবিতা আমায় লেখে
চোখের তলায় আঁধার, বুকের ভিতরে শূন্যতা
তোমাকে বারবার খুঁজে পাওয়ার নেশা.....
কবিতা!
কবিতা সবটুকু জানে
আমার প্রতিবাদ , আমার জন্মান্তর
আমার হারিয়ে যাওয়া স্বপ্ন
বিকেলের শেষ আলোতে
আমার শেষ যাত্রাপথেও
কবিতা নিংড়ে নিতে চায়
আমার চিতার আগুন..........


আমি কবিতা লিখিনা
কবিতা জন্ম দিয়েছে আমায়.........!!