আমি শব্দ বহন করি
বহন করি প্রতিবন্ধকতা
আমার ডিপ্রেশনের আকাশে
একফালি চাঁদে ধরা পড়ে
মায়াবী রাত;


আমি নিশাচর; রাত খুঁজে
হৃদয়ের গভীরে ফাঁদ পেতে
ধরতে চাই পিপাসিত অনুভব,
জলতরঙ্গে আজ বিরহের
সুর; আমার বেণী থেকে
ঝরে পড়া স্বপ্নের রঙ
আজ হলদে; রোগটা
পুরনো, জঙ পড়া; বহু বছরের


আমার অক্ষম পিয়ানোটা
আজ বেয়ারিশ খাতায় ভরা পেন্সিলে
লেখা অপরিণত চাহিদার সিঁড়ি বেয়ে
পৌঁছে গেছি অবসর বৃত্তে!


জল ভরেছে ; বোধহয় পূর্ণ
কিন্তু আমি পূর্ণাঙ্গ নই
আমার রক্তে আজ জাগরণ
স্লিপিং পিল প্রতিনিয়ত শত্রু
আমি ছিন্ন পত্র
আমার চেতনা জুড়ে তোমার
বিষাক্ত ছোঁবল...........