রঙিন কাগজে বর্ণহীন আমি
ঠিক যেন বায়োস্কোপ!
চোখ সরালে বিকৃত হয় ছবি
কয়েকটা এলোমেলো ঘুম
আজ উঁকি দিয়েছিলো ঘরের কোণে;
সারাদিন সমস্যার পাহাড়
ভূতের ভবিষ্যত গণনা করে চলেছে.....


আমি ছন্নছাড়া; এক পেগ মারলেই
সিগনাল পেরিয়ে চলে যায়
রঙিন স্বপ্নে!!!
গল্পটা অনেকদিনের এখন আর জমে না
পুরনো প্রেম পুরনো আড্ডা পুরনো
বন্ধু সবটাই আজ ইতিহাস


সময় বলে দেয় সম্পর্কের মাপ
অদৃশ্য সেই আকর্ষণ
জীবন বলে দেয় গতিপথ...
স্কুলের পুরনো ভাঙা বাসটা
আমাদের আড্ডা খানা ছিলো
গল্পের গরু তখন গাছে উঠতো


পড়ন্ত দুপুর; প্রাণ খোলা হাসি!
আজও হাসি আমরা;
সস্তা; প্রানহীন;
এই নিয়ে চার পেগ; খাতার পাতায়
আবছা হচ্ছে স্মৃতি!
তুমি না থাকলে আমার কবিতাও
কেমন যেন আটপৌড়ে বৌ এর মতো
লাগে; নিস্তেজ একটা আবদ্ধ সংসার.....


তোমার ঐ চোখ , কি আছে বলতো?
একটা অনুভূতি; একটা পাগলামী
কি ভীষণ একটা চাহিদা!
আজো আমার রাতের ঘুম গুলোকে নিংড়ে;
ভীষণ সুন্দর তোমার সেই চাহিদা


আমি কিন্তু এখনো বুকের মধ্যে
আগলে আছি আগুন,
চারিদিকের সভ্যতার পরিবর্তন
আমি অবুঝ, দিন রাত
আমার আবদ্ধ এখনো আবদ্ধ
কত গুলো ভাঙা কাঁচের টুকরো
দেখ কেমন তোমার দৃষ্টিতে তাকিয়ে আছে


না না চলে যাও তুমি
কেন আমার কবিতায় এখনো
তোমার আনাগোনা;


আবছা আলোয় একটা শীতলতা
আমি যে পাগল! লোকে বলে
লোকে বলে আমি উন্মাদ
আমার কবিতা জুড়ে শুধু তুমি
তোমার দৌরাত্ম্য কেন এখনো
আমি কি বেঁচে আছি?
সত্যের ঠিকানায় মিথ্যে গল্পের সংসারে
কলমে কালি শেষ;
দাড়ি টা তুমিই টেনে দিও
আমি যে ছন্নছাড়া..............   তোমাদের সভ্য সমাজে!!