আজও ফিরিয়ে দিলাম
কাছের কিছু চাওয়া পাওয়া,
সময়টা বড়ই বিপরীত মুখী....
শরীর ভগ্নপ্রায় হৃদয়ও বোধহয়
হাল ছেড়ে অন্ধকারে;
তোমাকে একবার যদি পারতাম
শক্ত করে জড়িয়ে ধরতে


ক্লান্ত আকাশে চাঁদ আর হাসে না,
বারান্দায় তোমার শেষ পায়ের ছাপটা
আমার বুকের মধ্যে যত্ন করে রাখা
হয়তো সেইটুকু নিয়েই.....
তোমাকে খুব দেখতে ইচ্ছা করে
আয়নার সামনে , সেই চোখ দুটো
অপলক আমাকে দেখতো
দৃষ্টি ছুঁয়ে যেত লাজুক নয়নে!


আয়নাতে আজ ভাঙন ধরেছে
বিভত্স ভঙ্গুর মুখটা
প্রতিনিয়ত উগড়ে দিচ্ছে বিষ!
আমার শরীরে আজ মারণ রোগের
যন্ত্রণা, ফিরে এসো একবার এসো
তোমাকে ছাড়া আজ আমি মৃত
কতবার বোঝাতে হবে তোমাকে?
এ জীবন শুধু তোমার ; শুধুই তোমার
ভালোবাসি আমি ভালোবাসি শুধু তোমাকে.......


"জনম জনম সাথ চলনা উইহি
কসম তুঝে কসম আকে মিল না এহি
এক যা হ্যায় ভালে, দো বদন হ্যায় জুদা
মেরে হোকে হামেসা হি রাহেনা
কভি ক্যাহেনা আলবিদা......"